ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাসিনার আমলে রাজউকের ফ্ল্যাট-প্লট বরাদ্দের হিসাব চায় সরকার

হাসিনার আমলে রাজউকের ফ্ল্যাট-প্লট বরাদ্দের হিসাব চায় সরকার

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব, যার মধ্যে প্লট ও ফ্ল্যাট হস্তান্তর এবং বরাদ্দসহ সব ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত, নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর এ নিরীক্ষা পরিচালনা করবে। বিষয়টি মন্ত্রণালয়ের অ্যালোকেশন অব ফাংশনস এর অনুচ্ছেদ ২ (এ), (বি), (সি) ও (সি), কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৪ (খ) সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিরীক্ষা পরিকল্পনা (অডিট প্ল্যান) প্রণয়ন করে আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে, নিরীক্ষা টিমের (অডিট টিম) সদস্যদের তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে, রাজউককে অবহিত রাখতে হবে এবং তিন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন (ডিটেইলড রিপোর্ট) মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

গতবছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজউকের ফ্ল্যাট ও প্লট বরাদ্দে ব্যাপক ‘অনিয়মের’ অভিয়োগ ওঠে। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিার পরিবারের বিরুদ্ধে মামলা আদালতের বিচারাধীন। এছাড়া সম্প্রতি ‘অনিয়মের’ মাধ্যমে ধানমন্ডিতে সচিব পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ ওঠেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ‘অ্যালোকেশন অব ফাংশনস’, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাদের ‘চার্টার অব ডিউটিস’ এবং গত ২৩ এপ্রিল মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত