প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৩ আগস্ট, ২০২৫
একসময় রাজধানীসহ গ্রামবাংলায় রান্নাবান্নার মূল অনুসঙ্গ ছিল মাটির চুলা। শীতকাল এলেই নারীরা বাড়ির পাশে খোলা জায়গায় মাটির চুলা তৈরি করে রান্না করতেন। দেশের বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দেওয়ায় আবার কদর বেড়েছে লাকড়ির চুলার। সেইসঙ্গে চুলার কারিগরদেরও বেড়েছে ব্যস্ততা। বেচাকেনাও হচ্ছে ভালো। ছবিটি গতকাল নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তোলা * এম খোকন সিকদার