ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

নবীনগরে জি-নাইন কলাচাষে সাফল্য

নবীনগরে জি-নাইন কলাচাষে সাফল্য

টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভাবিত হাইব্রিড জি-নাইন কলা স্বল্প সময়ে দ্বিগুণ ফলন ও কম খরচে উৎপাদনের জন্য এরই মধ্যে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান এ জাতের কলা চাষে সাফল্য পেয়ে নজির স্থাপন করেছেন।

প্রথমবারের মতো তিনি এক বিঘার বেশি জমিতে ২২৫টি জি-নাইন কলার চারা রোপণ করেন। মাত্র এক বছরেরও কম সময়ে প্রতিটি গাছে এসেছে আশানুরূপ ফলন। গড়ে প্রতিটি কাদিতে ২৬০ থেকে ৩০০টি পর্যন্ত কলা পাওয়া যাচ্ছে।

কৃষক হাবিবুর রহমান বলেন, জি-নাইন কলা অল্প সময়ে দ্বিগুণ ফলন দেয়। গাছের উচ্চতা কম হওয়ায় সহজে হেলে পড়ে না এবং রোগবালাইও তুলনামূলক কম, ফলে খরচও কম হয়। উপ-সহকারী কৃষি অফিসার আক্তারুজ্জামান জানান, চারার রোপণ থেকে ফল আসা পর্যন্ত প্রতিটি ধাপে কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় জাতের তুলনায় জি-নাইন কলার ফলন বেশি ও রোগবালাই কম থাকায় কৃষকরা এ জাত চাষে উৎসাহী হচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, জি-নাইন ক্যাভেনডিশ গ্রুপভুক্ত একটি জাত, বৈজ্ঞানিক নাম Grand Naine। ফিলিপাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এটি জনপ্রিয়। বাংলাদেশে এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক, কারণ এটি প্যানামা ডিজিজ ও সিগাটোকাসহ নানা রোগ প্রতিরোধে সক্ষম। গড়ে ৯-১০ মাসেই ফলন পাওয়া যায়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীনগরে প্রায় ২৫ হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। যদি ধাপে ধাপে সব বাগানে এ জাতের কলা বাণিজ্যিকভাবে চাষ হয়, তবে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব হবে। তবে এজন্য সরকারি প্রশিক্ষণ, মানসম্মত চারা সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত