
কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যানের ধাাক্কায় প্রাইভেটকার আরোহী একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ সময় কাভার্ডভ্যানচাপায় সিএনজি চালিত অটোরিকশার অন্তত আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম প্রাইভেটকারে থাকা একই পরিবারের এক নারীসহ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গতকাল দুপুর ২টায় চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।