প্রিন্ট সংস্করণ
০০:০০, ০২ নভেম্বর, ২০২৫
গ্রীষ্মের কাঠফাঁটা গরমে যে তরমুজ হৃদয় শীতল করে, সেই ফলেই শরতের বাজার সয়লাব। স্বাদ, গন্ধ ও মানে গ্রীষ্মের তরমুজের সঙ্গে তেমন পার্থক্য নেই। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে মাচায় চাষ করা এই অফসিজন তরমুজ। ছবিটি গতকাল যাত্রাবাড়ী ফলের আড়ত থেকে তোলা * এম খোকন সিকদার