
রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ জারির পক্ষে ও বিপক্ষে দফায় দফায় মানববন্ধন, রাস্তা অবরোধ হয়েছে নিউমার্কেট-আজিমপুর এলাকায়।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে গতকাল বুধবার দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত সাইন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শতাধিক শিক্ষার্থী। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীরাই ছিলেন সেখানে। অন্যদিকে, গতকাল বুধবার ১২টা থেকে বিকেল পর্যন্ত ইডেন কলেজের সামনে রাস্তা অবরোধ করে রাখেন সেই কলেজের একদল শিক্ষার্থী। তাদের দাবি, প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইডেনের স্বতন্ত্রতা নষ্ট করে দেবে।
ইডেনের এক শিক্ষার্থী বলেন, ‘এই অধ্যাদেশ জারি হলে ইডেন ও বদরুন্নেসা (কলেজ) বিলুপ্ত হয়ে যাবে। কেবল ফ্যাকাল্টি হিসেবে থাকবে এ দুটি প্রতিষ্ঠান।’
এই আন্দোলনকারীরা ঢাকা কলেজের সামনে যখন আসেন, তখন রাস্তার অপর পাশে অবস্থান করছিলেন অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের ‘ইডেন বাঁচাও’ স্লোগানের বিপরীতে তাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে দেখা যায়।
একজন শিক্ষার্থী জানান, ‘স্বতন্ত্রতা রক্ষার’ দাবি নিয়ে তারা এসেছেন ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে, যিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক।
অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা ২টার পর থেকে ঢাকা কলেজের সামনের রাস্তা বন্ধ করে রেখেছিলেন। যে কারণে নিউমার্কেট থেকে শাহবাগ ও আজিমপুরমুখী রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে। বিকেলে পুলিশের সহায়তার রাস্তা ছারে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল বলেন, ‘এই এলাকায় আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখন পর্যন্ত আন্দোলন সুশৃঙ্খলভাবেই চলছে।’
এদিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে সাত কলেজ শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আগামী শনিবার পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার থেকে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন।
গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষ করে ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থী আব্দুর রহমান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজেকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াটি থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ার কারণে জটিলতা বাড়ছে। তাই আগামী রোববার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে সাত কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা সামনের মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। দুই ঘণ্টার বেশি সময় অবরোধ থাকার পর নতুন কর্মসূচি ঘোষণা করে সরে যান শিক্ষার্থীরা।
অন্যদিকে এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি না করে সবাই দায়িত্বশীল আচরণ করবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্যও বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।