
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত থেকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজিএস শ্যামল বাংলা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের ওয়েস্ট পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালীন ১টি পরিত্যক্ত ফিশিং বোটের ইঞ্জিনরুমে অভিনব কায়দায় তেলের ড্রামে লুকায়িত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে জব্দকৃত ইয়াবা ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।