ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বায়ুদূষণের মাত্রা প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, গড় ২২২ স্কোর নিয়ে বিশ্বের প্রথমে আছে রাজধানী শহর ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য খুবই ‘অস্বাস্থ্যকর’।

গতকাল বেলা ১১টার আপডেটে এই তথ্য দেখা যায়। আরো দেখা যায়, সাভারের হেমায়েতপুর এলাকার স্কোর ২৭৮, ইউএস অ্যাম্বাসি ঢাকা এলাকায় স্কোর ২৭৩, শ্যামলীর ইস্টার্ন হাউজিং এলাকায় স্কোর ২৭০, মহাখালীর ইসিডিডিআরবি এলাকায় স্কোর ২৫২ এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় স্কোর রয়েছে ২৫১।

এদিকে ২০৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু, ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর, ২০২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লী এবং ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তানের করাচি।

জানা গেছে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত