ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামের শীতকালীন সবজিতে স্বস্তি

চট্টগ্রামের শীতকালীন সবজিতে স্বস্তি

চট্টগ্রামের কাঁচাবাজারগুলো শীতকালীন নানা সবজিতে সয়লাব। শীতকালীন সবজির সবজির সরবরাহ ভালো থাকায় সুলভ মূল্যেই মিলছে এ সব সবজি। ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতাসাধারণ সবজির দামে স্বস্তি প্রকাশ করেছেন। কিছুদিন আগেও যে সবজির দাম ১০০ টাকা ছিল সে সবজি এখন মিলছে মাত্র ২০ থেকে ৩০ টাকায়। গতকাল শুক্রবার নগরীর বহদ্দারহাট, চকবাজার, অক্সিজেন, আতুরার ডিপো, কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে আলু ২৫, ফুলকপি ৩০, শিম ৩০, বাঁধাকপি ২০, মুলা ২০, লাউ ৩০, শালগম ৩০ ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে কাঁচা মরিচ, বেগুন ও টমেটো ৪০, শিমের বিচি ৯০, বরবটি ও পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে আদা-রসুন। বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৯০ টাকা কেজি দরে।

ব্রয়লার মুরগি ১৯০ এবং সোনালি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে তেলাপিয়া ১৮০-২২০, লইট্টা ২০০, বেলে ২৮০, নারকেলি ২৬০, রূপচাঁদা ৬০০-৯০০, কোরাল ৬০০, রুই আকারভেদে ৩০০-৩৬০, কাতল ২৮০-৩৫০ এবং লাল পোয়া ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নভেম্বরের শুরু থেকেই নিম্নমুখী দাম। ডিসেম্বরে সেই দাম নেমে যায় ৫০ টাকার নিচে। জানুয়ারিতে আরো কমে সবজির দাম। নগরীর চকবাজারে বাজার করতে আসা মো. ইমরান হোসেন জানান, দেশের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে সবজির বাজার। দাম অনেক কমেছে। যে সবজি ১০০ থেকে ১২০ টাকায় কিনেছি সে সবজি এখন ৫০ থেকে ৩০ টাকার মধ্যে মিলছে। তবে, এটি ধরে রাখতে হবে। সিন্ডিকেটের হাত থেকে সবজির বাজারকে রক্ষা করতে হবে। নিয়মিত প্রশাসনিক মনিটরিং দরকার। নতুবা ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত