গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ডিএআই (ডেভোলপমেন্ট এলটারনেটিভস ইনকরপোরেটেড) গ্লোবাল, এলএলসি (লিমিটেড অ্যাবিলিটি কোম্পানী) এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। ডিএআই (ডেভোলপমেন্ট এলটারনেটিভস ইনকরপোরেটেড) গ্লোবাল, এলএলসি (লিমিটেড অ্যাবিলিটি কোম্পানী)’র কাজ হচ্ছে নীতি নির্ধারণের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো, বিশেষ করে নারী নেতৃত্বের। এই সমঝোতা চুক্তি প্রথমিকভাবে জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
অতি শিগগিরই তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে নেতৃত্বের উন্নয়ন ঘটাবেন এবং পরীক্ষা নিরিক্ষা করে যোগ্য নেতৃত্ব বাঁচায় করবেন। এই বাঁচায়কৃত শিক্ষার্থীদেরকে ডিএআই (ডেভোলপমেন্ট এলটারনেটিভস ইনকরপোরেটেড) গ্লোবাল, এলএলসি (লিমিটেড অ্যাবিলিটি কোম্পানী)’ তে কাজ করার সুয়োগ দেবেন। এই সমঝোতা চুক্তিতে শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য় অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং ডিএআই গ্লোবাল, এলএলসি এর কান্ট্রি লিড জনাব ফাহিম খান ও জ্ঞান ব্যবস্থাপনা কৌশলগত শিক্ষা এবং যোগাযোগ এর পরিচালক, সায়েকা কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএআই গ্লোবাল, এলএলসি এর মার্ক টি ম্যাক কর্ড, খালেদা খানম, তাহসিন রহমান এবং অত্র বিশ্ববিদ্যালের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক ও বিভিন্ন বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষকরা।