ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘অনেক প্রতিভার মৃত্যুর কারণ অভিভাবকরা’

‘অনেক প্রতিভার মৃত্যুর কারণ অভিভাবকরা’

অভিভাবকদের চাওয়ার কারণে অনেক প্রতিভার ‘মৃত্যু’ হচ্ছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। শিক্ষার্থীদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রতিভা রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, সেই প্রতিভাকে পরিশীলিত, উজ্জীবিত করা ও বাস্তবে পরিণত করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ‘অনেকের প্রতিভা মরে যায়, যার কারণ অভিভাবকরাই। অভিভাবকরা বলেন, ‘তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ডাক্তার হতে হবে, তোকে পুলিশ হতে হবে, তোকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হতে হবে’। ‘এগুলো বলার মাধ্যমে তার সেগুলো ভালো লাগুক না লাগুক, দেখা যায়, সেখানে গিয়ে ভর্তি হয়। এতে তাদের প্রতিভাও নষ্ট হয়ে যায় আর যেখানে পড়তে গিয়েছে সেখানেও মানিয়ে নিতে পারে না।’

গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তরা ইউনিভার্সিটিতে ২২টি ক্লাব রয়েছে উল্লেখ করে এটিকে ‘একটি অসাধারণ বিষয়’ বলে উল্লেখ করেন অধ্যাপক আমিনুল। এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে এবং সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব অপেক্ষা করছে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী বলেন, ‘উন্নত দেশগুলো ব্যাপকভাবে কাজ করছে এআইয়ে উত্তরণের জন্য। আমরা কি বসে থাকব? বাংলাদেশের ভালো ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়, এমনকি ভালো ভালো কলেজগুলো এবং বেসরকারি খাত এ ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করছে।’ শিক্ষার্থীদের ইংরেজি ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে কিংবা বিদেশে তোমরা যা-ই করো না কেন এই দুইটা জিনিসে তোমরা যদি সমৃদ্ধ হতে পারো তাহলে তোমারা হট কেকের মতো বিক্রি হবে। তোমাদের কোনো সীমা থাকবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত