ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে

চুয়েট ভিসি
জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন করা নয়, এর বাইরেও আরো অনেক কিছু আছে। অর্জিত শিক্ষা তৈরি করবে একজন দায়িত্বশীল, নৈতিক এবং দক্ষ নাগরিক হিসেবে। মনে রাখতে হবে, এই শিক্ষাজীবন এমন একটি সময়, যা ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে। আমাদের সবার মধ্যে একটি অনন্য প্রতিভা লুকিয়ে আছে। হয়তো এখন তা আমরা বুঝতে পারছি না। কিন্তু সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম করে সেই প্রতিভাকে বিকশিত করতে হবে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এর উদ্যোগে ‘নবাগত শিক্ষার্থীদের বরণ ও একাডেমিক ভবনের ৩য় তলার উদ্বোধন অনুষ্ঠান-২০২৫’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত