ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সভাপতি-সম্পাদকসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সভাপতি-সম্পাদকসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

রংপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জন সাংবাদিকের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের দায়ের করা মামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা, বিক্ষোভ এবং তীব্র সমালোচনার মধ্যে দিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সাংবাদিক মহল। নাগরিক সমাজ এবং রাজনীতিবিদরা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। জানা যায়, পায়রা চত্ত্বরে একটি ভবনে ১৯৬৫ সালে রংপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এর পর সড়ক প্রশস্তকরণে সরকার সেই ভবন প্রেসক্লাবের জমিটি অধিগ্রহণ করে তার বদলে জাহাজ কোম্পানির সামনে স্টেশন রোডে জমি বরাদ্দ দেয়। পরবর্তীতে সাংবাদিকরা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে নামমাত্র মূল্য দিয়ে ওই জমিটি ক্রয় করে প্রেসক্লাবের নামে রেজিস্ট্রিসহ নিজস্ব অর্থায়নে ভবন গড়ে তোলে। ১৯৯১ সালে প্রেসক্লাবের তৎকালীন কমিটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়। এর পর থেকে সমাজসেবা কর্তৃপক্ষ প্রেসক্লাবকে কমিটি নবায়ন করতে কোন চিঠি দেয়নি। গত বছর সাবেক সভাপতির অনিয়ম ও দুর্নীতিসহ লাখ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায় এবং তাকে ক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। বিগত সরকার পতনের পর সম্প্রতি কতিপয় নামধারী সাংবাদিকদের নিয়ে ক্লাব বহিস্কৃত সদস্য বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের নামে প্রেসক্লাবের বিরুদ্ধে সমাজসেবার কাছে অভিযোগ করে এবং ভুয়া একটি কমিটি করে সমাজসেবায় দাখিল করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত