রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহীন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার কাছে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল ‘আমার এ মৃত্যুর জন্য বন্ধুরা কেউ দায়ী নয়।’ মাহীন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিলেন। গত রোববার মধ্যরাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ‘নিহত ইশতিয়াক আইইউবির শিক্ষার্থী ছিলেন। তার কাছে থেকে একটি চিরকুট আমরা পাই। সেখানে লেখা ‘আমার এই মৃত্যুর জন্য বন্ধুরা কেউ দায়ী নয়’। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ মাহীনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। বাবার নাম মাহবুব আলম চৌধুরী। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের এক ভাই ও এক বোন রয়েছে।