ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

জবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে উঠতে না বলার সূত্র ধরে রসায়ন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী, তামান্না তাবাসসুম ও আবুল বাসারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ভাষা শহীদ রফিক ভবনের সামনে রসায়ন বিভাগ ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের পূর্বে ছাত্রলীগকে যেমন আচরণ করতে দেখেছি আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে দেখতে পারছি ছাত্রদল একই আচরণ করছে। পুনরায় কেউ যদি ফ্যাসিস্ট আচরণ করেন তাহলে পুনরায় ১৫ জুলাইয়ের ডাক দেয়া হবে। মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, যদি এ ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা প্রশাসন ও যে দলের প্রশ্রয়ে এ ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলব। সেই সঙ্গে আমরা ক্লাস বর্জনের ডাক দেব। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম আরিফ বলেন, এক পলাতক ফ্যাসিস্ট হাসিনার দল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে হত্যা-ধর্ষণ করেছে। আমরা এক নব্য ফ্যাসিস্টদের দেখতে পাচ্ছি যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা আপনাদের অনুরোধ করব, শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করেন। আমরা প্রশাসনকে বলবো, তারা যেন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত