ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েই বিভিন্ন স্তরে স্থানীয় সরকার ভেঙে দেয়ার ফলে স্থানীয় সরকারের কার্য্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে দেশের জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচনের আগেই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি এমএ আউয়াল বলেন, আমাদের অতীত ইতিহাস বলে নির্বাচিত দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হবার সম্ভাবনাই বেশি। কারণ ক্ষমতাসীন দল স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নিজেদের লোকদের বিজয়ী করার জন্য নানাবিধ প্রচেষ্টা চালায় এবারো তার ব্যতিক্রম হবার সম্ভাবনা ক্ষীণ। তাই স্থানীয় সরকার নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকেই এই নির্বাচন সম্পন্ন করতে হবে। গতকাল কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসিডিয়াম সভায় ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বৈরীতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, যেসব আকাংখা নিয়ে কয়েকমাস আগে ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেসব আশা আকাঙ্ক্ষা বলতে গেলে একরকম চাপা পড়ে যাচ্ছে।