ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

এনপিপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

এনপিপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা ও মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।

সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক এনপিপির চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু এবং সদস্য সচিব এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. আনিসুর রহমান দেওয়ান এর নাম ঘোষণা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হবে বলে জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত