আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ৭৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। এ উপলক্ষে এদিন ৭৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিভাগটি। দিনব্যাপী এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯টা শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি। সংবাদ সম্মেলনে ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বলেন, আমাদের বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এমন কিছু ইভেন্ট থাকবে যা বিভাগের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখতে পারে। আমরা অবশ্যই অ্যাকাডেমিক পরিবেশ অক্ষণ্ণ রেখে এ সব আয়োজন করব। আমাদের অ্যালামনাই ও বর্তমানদের মিলনমেলার জন্য সুন্দরভাবে প্রোগ্রামটা সাজানো হবে। আমাদের এই ডিপার্ট্মেন্টের শিক্ষার্থীরা খুবই প্রতিভাবান। আমাদের অ্যালামনাই ও তাদের পরিবারে অনেক শিল্পী রয়েছে যাদের মাধ্যমে একটা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।