ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

হজ-ওমরাহর টিকিট নিয়ে পেঁয়াজ রসুনের মতো ব্যবসা হচ্ছে

হজ-ওমরাহর টিকিট নিয়ে পেঁয়াজ রসুনের মতো ব্যবসা হচ্ছে

হজ-ওমরাহর টিকিট নিয়ে পেঁয়াজ, রসুনের মতো সিন্ডিকেটভিত্তিক ব্যবসা করা হচ্ছে। যার কারণে বিমানের টিকিটের দাম যাত্রীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এটা কোনোভাবেই ৫০ হাজারের বেশি হওয়া উচিত নয়। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘হজ-ওমরাহ যাত্রীদের বিমান টিকিট সিন্ডিকেট ও মানোন্নয়ন’ নিয়ে বাংলাদেশ হজ ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, বিদেশযাত্রীদের নিয়ে সবসময় বিমান কোম্পানিগুলো সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেট সম্মিলিতভাবেই টিকিটের দাম বাড়িয়ে দেয়। যেই ওমরাহ সাধারণত ১ লাখ ২০ হাজার টাকা খরচের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, এখন সেখানে আমাদের টিকিটই কিনতে হচ্ছে এই টাকা মূল্যে। সিন্ডিকেটের অধিকাংশই আওয়ামী লীগের দোসর। এই সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দিতে হবে। আমরা ৫০ হাজারের মধ্যে টিকিট চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত