ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম মো. সুমন (২৫)। তিনি ইন্টারনেট লাইনম্যান হিসেবে কাজ করেন। গতকাল বুধবার ভোরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাতিরঝিল এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানার পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত