জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী ২১ মের মধ্যে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে গঠিত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এর আগে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষকদের ওপর হামলার বিচারের দাবিতে জাবি শাখা ছাত্রদল নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানায়।