ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান বলেন, আমরা খবর পেয়ে ভোর সোয়া ৪টার দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করি।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারি অজ্ঞাত কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে খবর পেয়ে আমরা গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত