ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান চলমান

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান চলমান

দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ৩১তম দিনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকেরা। গতকাল সকাল ৯টায় প্রেসক্লাবের সামনে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা। তবে দুপুর ১টায় শিক্ষকদের ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে আলোচনা সভার জন্য গেছেন বলে জানা যায়।

‘দে দে বিষ দে, না দিলে ভাত দে’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘চাকরি আছে বেতন নাই, এমন দেশ পৃথিবীতে নাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, জাতীয়করণ জাতীয়করণ’ এ সব বলে স্লোগান দেন শিক্ষকেরা। পাবনা জেলা শিক্ষক সমিতির সভাপতি সাদাত সবুজ বলেন, আমরা নিজের ন্যায্য দাবি আদায়ে গত এক মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আজ একটু আগে আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে গেছেন। যদি আমাদের দাবির পক্ষে তারা কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানান তাহলে ভালো। এটি না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত