
জেলার বন্দর থানার মদনপুর এলাকায় গতকাল একাধিক অভিযানে ভ্রাম্যমাণ আদাতলের মাধ্যমে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে আর্থিক জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও সংযোগ সম্প্রসারণের প্রমাণ পাওয়া গেলে মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এর মধ্যে ছিল ৮০ ফুট ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ও ১০০ ফুট ৩/৪ ইঞ্চি হোস পাইপ। এছাড়া ১৩টি স্টার বার্নার, একটি ডাবল চুলা, আটটি সিঙ্গেল চুলা, চারটি মডিফাইড বার্নার এবং একটি বুস্টারসহ মোট ৬০০ ঘনফুট/ঘন্টা সংযুক্ত লোড বিচ্ছিন্ন করা হয়।