আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও অতিথিসহ প্রায় ৬০০ জন ব্যক্তিকে নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের এমএইচ খান অডিটরিয়ামে। ইফতার মাহফিলে হযরত বেলাল (রা.) তাহফিযুল কুরআন মার্দ্রাসার ৩০ জন এতিম শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন অংশ নেন। ইফতার মাহফিল উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শমসের আলী, প্রফেসর ড. শামিম জেড. বসুনিয়া, ড. এসএম খলিলুর রহমান, প্রফেসর ড. মো. মহিউদ্দীন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ও রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. শফিউল আলম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান। উল্লেখ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অফিসের উদ্যোগে ইফতার মাহফিল প্রতি বছর হয়ে থাকলেও এবছরই প্রথম কেন্দ্রীয়ভাবে ইফতার ও দোয়া মাহফিল করা হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হকের নির্দেশনায়, প্রক্টর অফিস ও ছাত্র কল্যাণ উপদেষ্টা অফিসের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।