রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর কামরাঙ্গীরচরে খাদ্যে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া অভিযানে বেশ কয়েকটি নকল সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রমজান ও ঈদকে কেন্দ্র করে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও জানান, অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। প্রতিবছর রমজান ও ঈদকে কেন্দ্র করে ভেজাল ও নকল খাদ্যপণ্য বাজারে ছড়িয়ে পড়ে।