ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের দেউলী বটতলা পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন। বন্দর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাতে গোপন সূত্রে জানতে পারি দেউলী বটতলা পাকা রাস্তার পাশে অজ্ঞাতনামা দ্ষ্কুৃতিকারীরা আগ্নেয়াঅস্ত্র নিয়ে অবস্থান করছে। এ খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেলে অস্ত্রধারীরা ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল রাস্তায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত