ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া-এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই-এর মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আান্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দল এবং রানারআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দল। ১৫ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৩টি দল (সেনা, নৌ ও বিমান) অংশগ্রহণ করে। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পদবির সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত