ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ারীতে একই বিছানায় মিলল দম্পতির লাশ

ওয়ারীতে একই বিছানায় মিলল দম্পতির লাশ

রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫)। গতকাল রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ারী স্ট্রিট জমজম টাওয়ারের পাঁচতলার একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মদ বলেন, খবর পেয়ে ওই বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। একই বিছানায় মৃত অবস্থায় পড়েছিল ওই দম্পতি। সিআইডি ক্রাইম সিন তাদের লাশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এসআই আরও বলেন, ওই বাসায় স্বামী-স্ত্রী দুজনই থাকতো। কারো সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। তবে তারা দুই মাস ধরে কাজের বুয়ার বেতন দিতে পারছিল না। রোজার ঈদের পর কাজের বুয়ার বেতন দেয়ার কথা ছিল।

গত বৃহস্পতিবার বিকালে বেতন নেয়ার উদ্দেশে কাজের বুয়া ওই বাসায় যায়। অনেকক্ষণ কলিংবেল টিপেও কোনো সাড়া শব্দ না পেয়ে চলে যায়। এরপর গত শনিবার বিকালে বাড়িওয়ালার মাধ্যমে ওই বাসায় আবার যায়। তখন অনেকক্ষণ কলিংবেলে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই বাসায় গিয়ে কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ দুটি পড়ে থাকতে দেখি। একই বিছানায় স্বামী ও স্ত্রীর লাশ পড়েছিল। পাশেই একটি চিরকুট পাওয়া যায়।

সেখানে লেখা ছিল। বিয়ের পর আমার বাবা-মা ও স্বামীর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমাদের দুজনের লাশ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেয়ার দরকার নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত