
সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে জড়িত পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।