
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেছেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের দাবি ছিল যে, ক্যাডার চয়েস ভাইভার আগে দিতে পারলে তাদের সুবিধা হয়।
আমরা তাদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি, ভাইভার আগেই প্রার্থীরা ক্যাডার চয়েস দিতে পারবেন। এছাড়া ৪৭তম বিসিএস থেকে ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাকক্ষে আয়োজিত এক সভা কক্ষে এসব কথা জানান তিনি।
পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষার পর ভেরিফিকেশনের নামে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ ছিল। সেটা যাতে না হয় এটির জন্য আমরা নিজেরাই শিক্ষার্থীদের প্রাক যাচাই করব।
পরবর্তীতে প্রতিষ্ঠান চাইলে তারাও ভেরিফিকেশন করতে পারে। এতে করে আর প্রার্থীদের কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না। বিসিএস পরীক্ষার খাতা দেখার ডাবল এক্সামিনার পদ্ধতি ছিল। সেটায় কিছুটা পরিবর্তন করে নতুন একটা নিয়মে খাতা দেখা হবে। যাতে আমরা খুব দ্রুত ফলাফল দিতে পারি।
মোবাশ্বের মোনেম বলেন, ২০২৩ সালের নিয়োগ বিধিমালা পরিবর্তনের জন্য কাজ করছি আমরা। এতে আরও বেশি প্রার্থীদের জন্য নন ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হবে।
পুরো কমিশনের কাজের প্রক্রিয়া সুনির্দিষ্ট সময়ে শেষ করার জন্য আমরা একটা মাস্টার ক্যালেন্ডার তৈরি করি। যাতে করে বিসিএস পরীক্ষার মধ্যে আর কোনো ধরনের জট না থাকে। এছাড়া বিসিএস প্রক্রিয়ায় গতি বৃদ্ধি ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি।
পিএসসি চেয়ারম্যান বলেন, কমিশনের স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের সকল নম্বর জানিয়ে দেব। গত ৫৪ বছরের একটা প্রতিষ্ঠানের কোনো মিশন-ভিশন ছিল না। কিন্তু আমরা আসার পর থেকে একটা মিশন-ভিশন তৈরি করেছি।
সেটার লক্ষ্যে আমরা রাত-দিন কাজ করছি। আমরা বর্তমানে সাপ্তাহিক ছুটির একদিন বাদ দিয়েও কাজ করছি। দুই শিফটে ভাইভা নিচ্ছি।