বন্দর নগরী চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সবজির বাজার চড়া। বিগত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ কিছু সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা বেড়েছে। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, চড়া বাজারের মধ্যেই বন্দরনগরে গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আরও ৫ সবজির। বিপরীতে দাম কমেছে তিনটির। তবে অপরিবর্তিত আছে মাছ-মাংসের বাজার। আসন্ন কোরবানির ঈদ ঘিরে চাহিদা বাড়লেও স্বস্তি মিলছে মসলাজাত পণ্যের বাজারে। গতকাল শুক্রবার নগরীর অক্সিজেন, কাজীর দেউড়ি, চকবাজার, খাতুনগঞ্জ, কর্ণফুলী কমপ্লেক্স, আতুরার ডিপোসহ বিভিন্ন এলাকা ঘুরে বাজারদরের এমন চিত্রই দেখা গেছে। বন্দরনগরীতে গেল এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ঝিঙে, কাঁকরোল, মিষ্টি কুমড়া, শসা, ঢ্যাঁড়স ও লতির। এরমধ্যে ৩০ টাকা বেড়ে ঝিঙে ১২০, মিষ্টি কুমড়া ও শসা ৯০, ১০ টাকা বেড়ে কাঁকরোল ১৪০ ও লতি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিপরীতে দাম কমেছে করলা, পটল ও কাঁচা মরিচের। কেজিতে ১০ টাকা কমে করলা ৮০ ও পটল ৭০ এবং কেজিতে ২০ টাকা কমে কাঁচামরিচ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে টমেটো ৪০, লাউ ৬০, আলু ২০-২৫, চিচিঙ্গা ৭০ ও শিম ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এদিকে, প্রায় অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম। নগরীতে ব্রয়লার মুরগি দাম ১৮০, সোনালি ৩২০ এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মাছের মধ্যে পাবদা ৩৮০-৪০০, ছুরি মাছ ৪০০-৫০০, স্যামন ৭০০, পোয়া ৪৫০, রূপচাঁদা ৮০০-১০০০, লইট্টা ২২০, রুই ৩৫০-৩৮০, কাতল ৪০০, মৃগেল ২৬০, নারকেলি ২৮০, বেলে ২৬০ এবং টুনাফিশ ২৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।