ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এআই দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১১৩তম

এআই দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১১৩তম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নে বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩তম বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশের তরুণদের মধ্যে ৮৪ শতাংশের এআই পরিচালনায় উপযুক্ত দক্ষতা নেই এমন তথ্য সামনে এনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) বলেছে, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়া এখনই প্রয়োজন। গতকাল শনিবার রাজধানীর বিসিআই বোর্ডরুমে আয়োজিত ‘মানবসম্পদ ব্যবস্থাপনার জন্য এআই’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। কর্মশালার উদ্বোধন করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. ইমদাদুল ইসলাম এবং লার্নিং কনসালটেন্ট হাসান মো. জুবায়ের। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশের শিল্প খাতের জন্য এআই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকেও প্রযুক্তিজ্ঞানে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। যুবসমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের এআই দক্ষতায় প্রশিক্ষিত করে তুলতে পারলে দেশের কর্মসংস্থান ধরে রাখা ও শিল্পোন্নয়ন সহজ হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত