খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়ক থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।
খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। মো. রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। তিনি পশ্চিম রূপসা পাড়ের মাছের একটি আড়তে শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা জানান, রাসেল ইশা নামের এক মেয়েকে বিয়ে করে খুলনার সদর থানার ৫ নম্বর কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে।