ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে এলজিইডি অফিসে দুদকের অভিযান

নারায়ণগঞ্জে এলজিইডি অফিসে দুদকের অভিযান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা ওই অফিস থেকে বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্প ও গত ৫ বছরের উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে যান। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত দুদকের একটি দল এই অভিযান করেন। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের নারায়ণগঞ্জ জেলার উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান জানান, গত ৫ বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না তা দেখতে এখানে এসেছি। দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত