ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বরিশালে যুবককে ১০ হাজার টাকা জরিমানা

বরিশালে যুবককে ১০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর থেকে বরিশালে ময়না পাখির ছানা বিক্রি করতে এসে তানজীম ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি ময়নার ছানাসহ তাকে আটক করে বন বিভাগ। অভিযান পরিচালনা করে বরিশাল রেঞ্জের বন বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী তাকে এই অর্থদণ্ড দেন। বন বিভাগের বরিশাল রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, তানজীম ইসলাম দীর্ঘদিন ধরে মাদারীপুর থেকে বরিশালে এসে অবৈধভাবে ময়না পাখি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টিম ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে বরিশালে আসতে বলে। এরই ধারাবাহিকতায় তিনি পাখির ছানাটি নিয়ে বরিশালে এলে তাকে আটক করা হয়।

আবু সুফিয়ান সাকিব আরও জানান, আটক করা ময়না পাখির ছানাটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে সেটিকে লালন-পালন করা হবে এবং পরবর্তী সময়ে উপযুক্ত পরিবেশে বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত