নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালার সংস্কারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার সকালে রংপুরে তাজহাট মোড় হতে পার্কের মোড়ে জাতীয় আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে আবির্ভূত হয়েছে। ডপস’র নেতৃত্বে এবং কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় আজকের কর্মসূচিতে নাগরিক, কর্মী এবং নীতিনির্ধারকরা একত্রিত হয়ে শক্তিশালী মানববন্ধন গড়ে তুলেছেন। ব্যানার ও স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথে বাধা হয়ে থাকা জরুরি সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন- যেমন পুরোনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালার অকার্যকর বাস্তবায়ন।