ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

রাজধানীতে আব্দুল্লাপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলেন- শাহিন (৩১) ও সঞ্জিত রাজবংশী (৩৫)। শাহিনের গ্রামের বাড়ি পাবনায় এবং সনজিতের মানিকগঞ্জ জেলায়। গতকাল রামপুরা মোল্লা টাওয়ারের সামনে রাস্তায় বাস আটকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক শামীম আহমেদ। এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে আব্দুল্লাহপুরগামী শ্যামলী পরিবহনের ক্লাসিক একটি বাস তল্লাশিকালে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে টিমের সদস্য।

তিনি আরও জানান, একটি শপিং ব্যাগের মধ্যে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭৮টি সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর ছিল ইয়াবাগুলো। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ৭৮ প্যাকেটে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি ফোন জব্দ করে অভিযান টিম। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্তঃজেলা বাসের পরিবহন শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত