ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

যানজট নিরসন

ডিএনসিসির সঙ্গে কাজ করবে তিন সংস্থা

ডিএনসিসির সঙ্গে কাজ করবে তিন সংস্থা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার যানজট নিরসনের ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ। গতকাল প্রগতি সরণির বিকল্প জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট সড়ক) ২য় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশন ইউনিভার্সিটি, আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডর খোলার বিষয়ে সরজমিন পরিদর্শনে এসে এ কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, এই তিনটি করিডর যদি খুলে দেওয়া যায় তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে। তাছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে। এদিকে, প্রগতি সরণির বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত