ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা-পুলিশ। গত শুক্রবার ওই সাঁড়াশি অভিযান চালানো হয়। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. রাকিবুল হাসান শান্ত, খাদিজা বেগম, মো. শামীম, জুবায়ের হাসান, মো. ইমরুল খান, সোহেল রানা, কামরুল ইসলাম, সোহেল রানা, মো. রবিউল হাসান, মো. মোস্তাকিম, মো. শাহীন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৪০ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত