সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা পলিসি ও অর্ডিন্যান্স করে যেতে চাই। তাই সুচিন্তিত ভাবনাগুলোর আহ্বান করছি, যাতে আমরা সবাই মিলে কাজগুলো করে যেতে পারি। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয় শুধু শিশু ও নারীর জীবনমান উন্নয়নে কাজ করে না, মানুষের সুরক্ষা, নিরাপত্তা, জীবনমান উন্নয়নসহ অসহায় মানুষের কল্যাণে এবং যাতে তারা নিরাপদ জীবনযাপন করতে পারে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচুর সম্পদ রয়েছে, এটাকে সুরক্ষিত এবং সুব্যবহার করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ। রাষ্ট্র পর্যায়ে দুর্নীতি দেশদ্রোহিতার শামিল, কারণ এ দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করা হয় না, ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, পরিবেশ ধ্বংস হয়ে গেলে তখন আর মানুষ সুরক্ষিত থাকে না। আমাদের দেশে অনেক নদী আছে, এগুলোকে সুরক্ষিত করতে হবে। তিনি বলেন, আমরা একটা ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা যদি সবাই মিলে এ কাজে হাত না লাগাতে পারি, তাহলে আমরা বড়ভাবে সামাল দিতে পারব না। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে নীতি তৈরি করতে চায়। নদী গবেষণায় এতো বছরের গবেষণালব্ধ যে কাজগুলো হয়েছে সেগুলো বাইন্ডিং আকারে পড়ে থাকলে চলবে না।