ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা

আজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে আজ রোববার গণপদযাত্রা র্কমসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। নগরীর শাপলা চত্বর থকে শুরু হয়ে রংপুর জিলা স্কুল মাঠ পর্যন্ত এই গণপদযাত্রায় নদীপারের প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করবনে। গতকাল দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মলেনে এ তথ্য জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপরি রংপুর বভিাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

সংবাদ সম্মলেনে তনি বলনে, তিস্তা নদীর পানরি ন্যায্য হিস্যা দাবি করে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন রোডমার্চ, মানববন্ধন, সমাবশেসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিগত সরকাররে আমলে কোনো ফল পাওয়া যায়নি। তবে ৫ আগস্ট সরকার পতনরে পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নরে জন্য তিস্তাপারের মানুষজন ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দু’দনিব্যাপী অবস্থান র্কমসূচি পালন করনে। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে আয়োজতি এই কর্মসূচিতে পাঁচ জলোর ১১ পয়ন্টে তাঁবু খাটিয়ে একযোগে কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি মহাসচবি মর্জিা ফখরুল ইসলাম আলমগীর র্কমসূচির উদ্বোধন করনে এবং দলের ভারপ্রাপ্ত চয়োরম্যান তারকে রহমান লন্ডন থকে ভার্চুয়ালি যুক্ত হন। এই কর্মসূচিতে পাঁচ জেলার লক্ষাধকি মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত