ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় সারা দেশে ২১ অগ্নিকাণ্ড

২৪ ঘণ্টায় সারা দেশে ২১ অগ্নিকাণ্ড

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১টি অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এডিআরসিসি)। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এডিআরসিসি) যুগ্ম সচিব ড. মো. হাবিব উল্লাহ বাহারের দেওয়া দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ বিষয়ে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য (মোবাইল এসএমএস) থেকে জানা যায়, গত শনিবার (৩ মে) থেকে গত রোববার (৪ মে) রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোট ২১টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আরও বলা হয়, ঢাকায় ৯টি, ময়মনসিংহে দুটি, রাজশাহীতে তিনটি, চট্টগ্রামে ৫টি এবং খুলনা ও রংপুরে একটি করে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এসব অগ্নিকাণ্ডে কোনো আহত বা নিহত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত