আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ব্যাপক রোষানলে পড়ে পুলিশ। এই অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ করছে। এর অংশ হিসেবে পুলিশের হাত আর মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগজ জানিয়ে পুলিশের আইজি বাহারুল আলম বলেছেন, পুলিশ বাহিনীর আর কখনও হত্যাকারী বাহিনী হবে না। মঙ্গলবার (১৩ মে) বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইজিপি বলেন, ‘যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাব।
তবে সবার সঙ্গে আলোচনার করে ঠিক করব। অন প্রিন্সিপাল আমরা মনে করি, পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স।’ পুলিশপ্রধান বলেন, ‘আমার কাছে বড়জোর শর্টগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না! যেসব জায়গায় বিশেষ জায়গাগুলোতে যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওইসব বিদ্রোহী থাকে, সেখানে অবশ্য সেগুলো মানা খুব কঠিন হয়। নরমালি আমাদের ল’ ইন অর্ডার মানতে গিয়ে যেন নননিথাল ওয়েপন না থাকে, আসলে সেটা সারা বিশ্বে গ্রহণযোগ্য।’