ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুর সিটি কর্পোরেশন

স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যালয় উচ্ছেদ

স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যালয় উচ্ছেদ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি কর্পোরেশনের ভবন থেকে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয়-৬ এর নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। গতকাল বুধবার সকালে একদল পরিচ্ছন্নতা কর্মীকে সেখানে কাজ করতে দেখা যায়। স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সাইনবোর্ড সরিয়ে সেখানে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ের টিকাদান কেন্দ্রের নতুন সাইনবোর্ড টানানো হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল লতিফ খান বলেন, ‘আপনাদের ফোন পেয়ে বিষয়টি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া সামনে লাগানো ব্যানার মুছে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, এখন থেকে সেখানে নিয়মিত আঞ্চলিক কার্যালয়ের টিকাদান কর্মসূচি চলমান থাকবে। সিটি কর্পোরেশন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর, টঙ্গী পৌরসভাসহ ছয়টি ইউপি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হয়। মোট আয়তন ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার। ইউপি কার্যালয়গুলোর জমি ও ভবন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহার করে। তবে সাবেক বাসন ইউপির ভবন পরিত্যক্ত হওয়ায় সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ভাড়া করা ভবনে আঞ্চলিক কার্যালয় করা হয়। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে পাশে একটি নতুন ভবনে চান্দনা ডাকঘর-১৭০২ এর কার্যক্রম চলছে। সম্প্রতি পরিত্যক্ত ভবনটি দখল করে স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয় ও আরেকটি কক্ষে শাটার লাগিয়ে থানা যুবদলের কার্যালয় করা হয়েছিল।

সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, একদল পরিচ্ছন্নতা কর্মী একটি পিকআপ ভ্যান নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। কক্ষগুলো পরিষ্কার করা হচ্ছে। বাইরে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে। কর্মীরা বলেন, এখন থেকে এটি নিয়মিত খোলা থাকবে এবং টিকাদানকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পাশের ডাকঘরটিও খোলা হয়েছে। ডাকঘরের পোস্টমাস্টার ফারজানা আক্তার বলেন, চার থেকে পাঁচ দিন আগে স্থানীয় লোকজন সিটি কর্পোরেশনের ভবনটি দখল করেন। পরে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন। এখানে দলীয় কার্যালয় হলে তাদের কাজেও সমস্যা হতো। আজ সকাল থেকে দেখছেন, সিটি কর্পোরেশনের লোকজন তাদের উচ্ছেদ করে টিকাদানকেন্দ্র করার ঘোষণা দিয়েছে।

কাজটি খুবই ভালো হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সাইনবোর্ড থাকলেও এখন কেউ দায়িত্ব স্বীকার করছেন না, কারা এটি করেছেন। তবে যারাই করেছেন, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত