ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শিশু একাডেমির ফুটপাতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

শিশু একাডেমির ফুটপাতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

রাজধানীর শিশু একাডেমি এলাকার ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া ককটেল সদৃশ একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এই ফুটপাতের সামান্য দূরেই অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা প্রসিকিউশনের। এ অবস্থায় বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়। তবে বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলোর ভেতর ককটেলের বিস্ফোরণ ছিল না। পটকার বিস্ফোরণ ছিল। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। উল্লেখ্য, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত