রাজধানীর সবুজবাগে প্লাস্টিক ভাঙ্গারি ব্যবসায়ী মো. জাকির হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আজহার আলী, শুকুর আলী, মো. রাজিব ও স্বপন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের উপ-পরিদর্শক মো. সামছুল আমিন। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে পুলিশ বাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে ভুক্তভোগী জাকিরের (৫৫) লাশ উদ্ধার করে।
জানা যায়, প্লাস্টিক ব্যবসায়ী জাকির হোসেন সপরিবার সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় থাকতেন।