ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে অজ্ঞাত ডাকাত দলের সদস্য (৩৩) নিহত হয়েছে। গতকাল সোমবার ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সদস্য নিহত হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে। আটককৃতরা হলো সোহান (৩০) ও সানী (২৫)। রোববার গভীর রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রসা স্ট্যান্ডে জ্বালানী তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়ে এক ডাকাত গণপিটুনিতে গুরুত্র আহত হলে পুলিশ খবর পেয়ে আহত ডাকাতকে বন্দর উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিলে সেখানে সে মারা যায়।জ্বালানী তেলের দোকানের কর্মচারী সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬ জনের ডাকাত দল এসে দোকানের তালা ভেঙ্গে দোকানে ডুকে তাদের মারধর করে। এ সময় তারা ডাক চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হলে ডাকাতরা পালানোর সময় ২জনকে জনতা ধরে ফেলে এ সময় তাদের গণপিটুনি দেয়ার সময় একজন কৌশলে পালিয়ে গেলেও একজন জনতার গণপিটুনিতে গুত্বর আহত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত