বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৩ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৫১২ গ্রাম স্বর্ণ, ১০,৫৪৪টি শাড়ি, ৫,১৪০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩,৪৭২টি তৈরি পোশাক, ১৯,৩১৪ মিটার থান কাপড়, ২,৫২,০২৯টি কসমেটিক্স সামগ্রী, ৫,৪৪৩টি ইমিটেশন সামগ্রী, ২৪,৭১,৫৫১টি আতশবাজি, ১৭,৫২৩ ঘনফুট কাঠ, ৩,১৫১ কেজি চা পাতা, ৯২,৪৮৭ কেজি সুপারি, ৫৩,০৪০ কেজি চিনি, ২০,৪৪২ কেজি সার, ২৯,৯৮৫ কেজি কয়লা, ১০০ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪১টি মোবাইল, ১৭,০৬৫টি মোবাইল ডিসপ্লে, ৬,৫৪০টি ইলেকট্রনিক্স সামগ্রী, ১৫,১১২টি চশমা, ৬,৫৪৩ কেজি বিভিন্ন প্রকার ফল, ৫,৯৬০ কেজি ভোজ্য তেল, ১,০১০ লিটার ডিজেল/অকটেন, ১,৫২৬ কেজি পিঁয়াজ, ৮.৮২৬ কেজি রসুন, ২০,৬৪২ কেজি জিরা, ১১,২৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫০.১৯১ কেজি ফুচকা, ৯,১৭৯ কেজি মাছ, ৫০,৬০৩ পিস চিংড়ি মাছের পোনা, ৯৩৪ কেজি কফি, ২,২৫,৩৪৩ পিস চকোলেট, ১,১৩১টি গরু/মহিষ, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১৩টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৫টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯২টি নৌকা, ২৬টি সিএনজি/ইজিবাইক, ৭২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি