ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে লক্ষ টাকা জরিমানা

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে লক্ষ টাকা জরিমানা

রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত অবৈধ ৪টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে সাত লাখ টাকা জরিমানা কারাদণ্ড প্রদান করেছে। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত স্বাস্থ্য বিভাগে ও জেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। সেইসঙ্গে চারটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। সঙ্গে ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহী সুলতানা এবং সেনাবাহিনীর ৩০ বেঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। অভিযানে সেনাবাহিনী, মেট্রোপুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন। অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিককে ৬ লাখ টাকা এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। একইসঙ্গে জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। সেইসঙ্গে চারটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এর আগে যৌথবাহিনী নগরীর ধাপ এলাকায় উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল নিউ রংপুর ক্লিনিক এবং হেলপ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা প্রয়োজনীয় অনুমোদন না থাকা নানা অভিযোগ পাবার পর তাদের প্রত্যেককে জরিমানা করা হয়। সেইসঙ্গে তিনটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার তালাবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত